একটি সুন্দর গল্প বলছি...

ইকরাম খানঃ-
একটি সুন্দর গল্প বলছি... চাইলে ৩০ সেকেন্ড ব্যয় করে পড়তে পারেন, কথা দিলাম লাভ হবে... ক্ষতি হবেনা !! ❂ একদা এক ব্যক্তি একটি লেখা পড়ছিল। হঠাৎ সে ব্যক্তিটি বলে উঠল, "সুবহানআল্লাহ"। ➽ তারপর সে লেখার নিচের দিকে পড়তে শুরু করল সে বলে উঠল, "আলহামদুলিল্লাহ "। ➽ সে আবার পড়তে শুরু করল এবং বলে উঠল, "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)।" ➽ ﷺসে খুবই ভাল অনুভব করতে লাগল এবং বলল,"আল্লাহ |"আকবার ➽ তারপর সে তার নিজের গোনাহ গুলো থেকে পরিত্রান পেতে বলল,"আসতাগফিরুল্লাহ"। ➽ এবং পরিশেষে সে তার প্রিয়নবী হযরত মুহাম্মাদ এর উপর দুরুদ পড়ল "আল্লাহুম্মা সাল্লিআল্লা সায়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আ-লি সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। "|➽ উপরোক্ত কাজগুলো করে সে অনেক সওয়াব অর্জন করল। আপনিকি জানেন সেই ব্যক্তিটি কে? ↓↓ ↓↓ সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই মাশাআল্লাহ!! -যদি আপনি পড়ে থাকেন কমেন্টে আমিন বলবেন। আশা করি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাসুল (সা:)এর পবিত্র মেরাজ এর সংক্ষিপ্ত ঘটনা।

রাসুল (সা:)কি বলছে আপনাকে, পরুন