কবিতা, লেখকঃ- প্রফেসর খন্দকার রোকনুজ্জামান,চুসক

শোণিতধারা পথে
খোন্দকার রোকনুজ্জামান
হঠাৎ এ কিসের গর্জন অবিরাম কর্ণবিদারী?
নিশুতি রাতের কালো চাদরে
কেন এত ফুলকির কারুকাজ?
কি ঘটতে চলেছে আজ?
প্রলয় কি নেমে এল সহসা এ ধরার উপর?
তাই বা কেমনে হবে!
পশ্চিমাকাশ থেকে হয়নি তো আজো সূরযোদয়।
ইসরাফিলের শিঙাধ্বনি আসেনি শ্রবণে।
কেয়ামত এ তো নয়।
ঐ দেখো কালো কালো ভৌতিক কায়া,
রক্তের নেশায় আজ উন্মাতাল ওরা;
ওদের এ নেশা, এ পিপাসা
সহসা মিটবার নয়।
ভয় কি, বধু, এ নিশারও হবে অবসান,
অবশেষে শোনা যাবে প্রভাত পাখির গান।
তোমার তো অজানা নয়
প্রসবের নাড়িছেঁড়া ব্যথা,
কত যে রক্তক্ষরণ!
সৃজনের পথ কভু সহজ কি হয়?
অফুরাণ ত্যাগে আসে প্রতিটি বিজয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাসুল (সা:)এর পবিত্র মেরাজ এর সংক্ষিপ্ত ঘটনা।

রাসুল (সা:)কি বলছে আপনাকে, পরুন